যশোরে অবরোধ: বেনাপোলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ
যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে সারাদেশের যানচলাচল বন্ধ হয়ে যায়।
এতে সড়কের তিনদিকে দীর্ঘ ১০ কিলোমিটার যানবাহনের সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের আওতামুক্ত রেখেছিলেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করে যশোরের কোটা আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। বিকাল পর্যন্ত টানা কর্মসূচি চালায় আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, সোমবার (১৫ জুলাই) সারাদেশে ঢাবি, চবি, জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম নির্যাতনের কারণে আজকের অবরোধে সারা যশোরের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল।
বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে 'কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।
/এমদাদুল/মেহেদী/
- ২ মাস আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৬ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৮ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ১০ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ১০ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ১০ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ১০ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ১০ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ১০ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ১০ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ১০ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ১০ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ১০ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ১০ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ১০ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫