ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

যশোরে অবরোধ: বেনাপোলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৬ জুলাই ২০২৪  
যশোরে অবরোধ: বেনাপোলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে সারাদেশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

এতে সড়কের তিনদিকে দীর্ঘ ১০ কিলোমিটার যানবাহনের সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের আওতামুক্ত রেখেছিলেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করে যশোরের কোটা আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। বিকাল পর্যন্ত টানা কর্মসূচি চালায় আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, সোমবার (১৫ জুলাই) সারাদেশে ঢাবি, চবি, জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম নির্যাতনের কারণে আজকের অবরোধে সারা যশোরের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল।

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে 'কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

/এমদাদুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়