ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গবিতে গায়েবানা জানাজা

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৭ জুলাই ২০২৪  
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গবিতে গায়েবানা জানাজা

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় অংশ নেন গবি ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আসিফ কামরান চৌধুরী জানান, মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে যেসব ভাইয়েরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য গণ বিশ্ববিদ্যালয়ের এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। যে কারণে আমাদের ভাইদের জীবন দিতে হলো, সে আন্দোলনের সফলতা কামনা করি। 

এর আগে, মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সংহতি জানিয়ে পদযাত্রা করে জাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

/সানজিদা/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়