লাল প্রোফাইলে জবি শিক্ষার্থীদের ভার্চুয়াল প্রতিবাদ
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরই অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়ে গেছে তাদের লাল রংয়ের প্রোফাইল ফটোতে। সরকারের দেওয়া রাষ্ট্রীয় শোকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা এই ভার্চুয়াল প্রতিবাদ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা গেছে। এছাড়া শিক্ষার্থীরা প্রতিবাদী গান, কবিতা অংশ লিখে তাদের প্রোফাইল ফটো আপডেট করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জবির বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, সরকার ঘোষিত এ শোক প্রহসন ছাড়া কিছুই নয়। এর মাধ্যমে সরকার কোটা সংস্কার আন্দোলনে শহিদদের উপহাস করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এর আগে, কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে শোক পালন করা হচ্ছে।
গতকাল সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে, সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীরা ফেসবুকে লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করে প্রতিবাদী কর্মসূচি পালন করছেন।
/লিমন/মেহেদী/
- ৮ মাস আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ০ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ১ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৩ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৩ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৪ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৪ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৪ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৪ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৪ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৪ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৪ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৪ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৪ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫