ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

শিক্ষার্থীদের আল্টিমেটামে জবিতে পদত্যাগের হিড়িক

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৪৯, ১১ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের আল্টিমেটামে জবিতে পদত্যাগের হিড়িক

শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ প্রশাসনের অনেকেই পদত্যাগ করেছেন।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের দপ্তর সূত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সন্ধ্যায় তিনি তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেন। এরপরই অন্যান্যরা পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ পুরো প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করে জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, উপাচার্য পদত্যাগ করার পর সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমিও পদত্যাগ করেছি। শুধু কোষাধ্যক্ষ পদত্যাগ করেনি।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকারও পদত্যাগ করেছেন জানান তিনি।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন।

অধ্যাপক ড. সাদেকা হালিম রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

/লিমন/মেহেদী/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়