ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে দেয়াল লিখনে শিক্ষার্থীদের নানা বার্তা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১২ আগস্ট ২০২৪  
ময়মনসিংহে দেয়াল লিখনে শিক্ষার্থীদের নানা বার্তা

ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছোট ছোট দল গঠন করে গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল পরিষ্কার করছেন। সেসব দেয়ালে বৈষম্যবিরোধী আন্দোলনের পটভূমিসহ নতুন স্বাধীন দেশের নানা বার্তা লিখছেন।

একইসঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি চলছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। আগামীর বাংলাদেশের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই তাদের এমন উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর টাউন হল মোড়, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন এলাকার জরাজীর্ণ দেয়াল শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে। এমন দৃষ্টিনন্দন গ্রাফিতিতে চোখ জুড়ে যাচ্ছে নগরবাসীর।

কিছুদিন আগেও এসব দেয়ালে বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা ছিল। তার পরিবর্তে এখন সেখানে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে ফুটে তুলেছে বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। 

এসব উক্তির মধ্যে- ‘ইতিহাসের পাতায় নতুন ভাবে ঠাঁই নিল জুলাই’, ‘জুলাই গণহত্যা’, ‘৭১ দেখিনি ২৪ দেখেছি’, ‘আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার’, ‘পানি লাগবে পানি’, ‘রুখে দাঁড়াবে তারুণ্য’, ‘পর্দা করতে দৈহিক শক্তি লাগে না, লাগে ঈমানী শক্তি’, ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালী’, ‘নতুন অধ্যায় জুলাই ২৪’ অন্যতম।

শিক্ষার্থীরা বলেন, দেশটাকে আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বীরত্ব গাঁথা দিয়ে ভরে ফেলতে চাই দেয়ালগুলো। দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি।

/মাহমুদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়