ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্যবিরোধী ও শিবিরের ওপর ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রদল সভাপতি

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১০ ডিসেম্বর ২০২৪  
বৈষম্যবিরোধী ও শিবিরের ওপর ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রদল সভাপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সন্ত্রাসী ছাত্রলীগের বিচারের জন্য এ দুই সংগঠনের তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে জানান তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে ‘ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। ঢাবি ছাত্রদলের মানবাধিকার সেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, “সর্বশেষ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে চার শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীদের নামে শুধু একটি মামলা হয়েছে শাহবাগ থানায়, এটি আইওয়াশ (লোক দেখানো) মামলা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও অপরাপর যেসব ছাত্র সংগঠন নিজেদেরকে শিক্ষার্থীদের প্রতিনিধি দাবি করেন, তাদের সামান্যতম কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি।”

তিনি আরো বলেন, “বিভিন্ন সময় দেখা যাচ্ছে, বাংলাদেশের কিছু গোপন সংগঠন রয়েছে তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ আমরা পাচ্ছি। আমরা ধরে নিচ্ছি, তাদের সেই সম্পৃক্ততার কারণেই তারা ছাত্রলীগের বিচারের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। আজ বিশ্ব মানবাধিকার দিবসেও তাদের উল্লেখযোগ্য কোনো কর্মসূচি নেই।”

সভাপতি বলেন, “কেউ যদি মনে করেন, ইতিহাসকে ভুল পথে নিয়ে যাবে। তাদের জানা উচিত, কোন না কোন সময় ইতিহাস তার সঠিক পথ বেছে নিবে। খুনি হাসিনা অনেক চেষ্টা করেছে পুরো মিডিয়া, পুরো দেশকে এক করে বিকৃত ইতিহাস রচনা করার জন্য। কিন্তু তিনি তা পারেনি।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন, ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের মোরশেদ আলী খান, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, এম এ ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রুশদি রুনা, বিএনপির মানবাধিকার সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, নেত্র নিউজের সাংবাদিক এহসান মাহমুদ, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়