ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

ঢাবির গাছে ঝুলে থাকা মরদেহের পরিচয় মিলেছে

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৯, ২২ জানুয়ারি ২০২৫
ঢাবির গাছে ঝুলে থাকা মরদেহের পরিচয় মিলেছে

ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগ সংলগ্ন ফুটপাতের মেহগনি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকা যুবকের পরিচয় মিলেছে।

ওই ব্যক্তির নাম আবু সালেহ, তার বয়স ৪৫। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তার পরিচয় শনাক্ত করা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, “সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তার নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।”

এর আগে, বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢা‍বিতে গাছে ফাঁস নেওয়া অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ  ।

মরদেহের গায়ে ছিল সবুজ রঙের টি-শার্ট ও সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়