ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

জাবিতে শাখা ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি 

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
জাবিতে শাখা ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে জমে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন করেন তারা।

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছনতা অভিযানে অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমনের ফলে প্রচুর আবর্জনা জমে যায়। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য, শুধু সংগঠনের সদস্যরা নয়, সাধারণ শিক্ষার্থীরাও যেন পরিচ্ছন্ন ক্যাম্পাসের বিষয়ে সচেতন হয়। পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ঢাকা/আহসান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়