ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই সে অর্জন করবে: ইবি উপাচার্য

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৪ মে ২০২৫   আপডেট: ১৯:২৫, ২৪ মে ২০২৫
মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই সে অর্জন করবে: ইবি উপাচার্য

ইবির কৃতী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই সে অর্জন করবে। চেষ্টার কোনো বিকল্প নেই। তাই সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।”

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, “তোমাদের সিভিতে আজ থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম হয়েছো যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরো উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে। বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ও বিশ্বের কাছে গর্বের সঙ্গে তুলে ধরবে। এছাড়াও জুনিয়র যারা আছো তোমরাও ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবে। এই অর্জন উচ্চশিক্ষা ও চাকরির প্রতিযোগিতায় তোমাদের এগিয়ে রাখবে।”

তিনি বলেন, “মেধাবীরাই পৃথিবী বদলেছে, মেধাবীরাই বাংলাদেশ বদলাবে। মেধাবীরা সমাজের অগ্রগামী শক্তি। তাদের জ্ঞান, চিন্তাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা সমাজকে এগিয়ে নিয়ে যায়। এই মেধাবীরা যাতে আশাহত না হয় সেজন্য তাদের যোগ্য সম্মান দিয়ে উৎসাহিত করতে হবে।”

তিনি আরো বলেন, “এই মেধার হিসাব প্রতিষ্ঠা করতে গিয়েই আজকের পরিবর্তিত বাংলাদেশ। আন্দোলনে মেধাবীদের সেই প্রাণ বিসর্জনকে সম্মান জানাতে হবে। ভুলে যাওয়া যাবেই না। দেশ গঠনে, একটি নতুন বাংলাদেশ গঠনে যথাযথ ভূমিকা পালন করে স্বার্থক ও উন্নত দেশ গঠনে ব্রতী হয়েই এই সম্মান প্রদর্শন করতে হবে।”

রেজাল্ট প্রদানে নমনীয়, ব্যবহারে সদয় এবং শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহযোগিতা করতে শিক্ষকবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন উপাচার্য।

অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২০১৮-১৯ বর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের ৩৫ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রতি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। 

ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। 

ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মনজুরুল হকের সঞ্চালনায় এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বেগম রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শেলিনা নাসরিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, বিভিন্ন বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়