ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

বেরোবি প্রশাসনের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার কর্মচারী

‎বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৪ জুন ২০২৫   আপডেট: ২২:২৮, ২৪ জুন ২০২৫
বেরোবি প্রশাসনের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার কর্মচারী

‎গ্রেপ্তার বেরোবি প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী পারভেজ আপেল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ মামলায় পারভেজ আপেল নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে রংপুরের তাজহাট থানা পুলিশ।

‎মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তাজহাট থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎গ্রেপ্তার পারভেজ আপেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী।

আরো পড়ুন:

তাজহাট থানার (বিশ্ববিদ্যালয় ফাঁড়ি) অফিসার ইনচার্জ (ওসি) মুসাদ্দেক বলেন, “পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

‎জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বিস্ফোরক দ্রব্য আইনে গত ৭ মে তাজহাট থানায় ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন।

‎মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—৩৬ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া অজ্ঞাতনামা আরো ৮০-১০০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়