‘ফুট অ্যান্ড মাউথ রোগ প্রতিরোধ হলে প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা সম্ভব’
শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদা আখতার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদা আখতার বলেছেন, “আমরা যদি ফুট অ্যান্ড মাউথ রোগ প্রতিরোধে সফল হই, তাহলে দেশের প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ হবে। একইসঙ্গে রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব হবে।”
রবিবার (২৯ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, “ডিনস অ্যাওয়ার্ডে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সাফল্য আমাদের আশাবাদী করে তোলে। গ্রামীণ নারীরা যেভাবে গবাদিপশু পালন করে, তাতে ভেটেরিনারি শিক্ষায় মেয়েদের অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবতা ও গবেষণার চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক শামসুল আরেফিন খালেদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন বর্ষের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়াও স্মারক উন্মোচন, ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ঢাকা/মামুন/মেহেদী