ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবেই: জবি উপাচার্য

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৮ জুলাই ২০২৫  
জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবেই: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি লিখন’ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ‘জুলাই দেওয়াল স্মৃতি লিখন’ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম লিখেছেন, “জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবেই।”

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একটি দেয়ালে ‘জুলাই স্মৃতি লিখন’ কর্মসূচির উদ্বোধন হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তাদের প্রাপ্তি, আক্ষেপ ও ভবিষ্যৎ প্রত্যাশা লেখেন।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক উপস্থিত ছিলেন।

অধ্যাপক রইছ উদ্দীন লিখেছেন, “প্রাপ্তি বলতে স্বস্তির নিঃশ্বাস, আক্ষেপ হলো জুলাই যোদ্ধাদের অনৈক্য, প্রত্যাশা হলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবার ঐকমত্য।”

অন্যদিকে অধ্যাপক ইমরানুল হক লিখেছেন, “জুলাই মানে গণজাগরণ, জুলাই মানে অনুপ্রেরণা; এসেছি যতদূর, যেতে হবে বহুদূর।”

এই প্রসঙ্গে শাখা বাগছাস সভাপতি মো. ফয়সাল মুরাদ বলেন, “জুলাই আমাদের অস্তিত্বের প্রতীক। প্রায় ১ হাজার ৬০০ শহীদ ও হাজারো আহতের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়েছি। আমাদের সব কর্মসূচিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে চাই। ‘জুলাই স্মৃতি দেওয়াল লিখন’ তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা।”

তিনি বলেন, “এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তারা তাদের নিজস্ব মত, অনুভব ও ভাবনা লিখে গেছেন।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়