বেরোবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, ক্যাম্পাসজুড়ে শোক
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সর্দারপাড়া এলাকার ‘আপন ছাত্রীনিবাস’ হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জান্নাতুল ফেরদৌস টুম্পা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলায়।
টুম্পা সঙ্গে হোস্টেলে থাকা সহপাঠীরা জানান, দীর্ঘ সময় ধরে টুম্পার রুম বন্ধ থাকায় তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে দরজা ভেঙে রুমের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করি।”
ক্যাম্পাসজুড়ে শোক
টুম্পার মৃত্যুতে সহপাঠী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ঢাকা/মাসুম/সাজ্জাদুর/সাইফ