তিতুমীর কলেজে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা
তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সরকারি তিতুমীর কলেজে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক এমএম আতিকুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ।
আয়োজনের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া শহীদদের স্মরণে আবৃত্তি ও সংগীত পরিবেশন করে কলেজের সাংস্কৃতিক দল।
এ সময় প্রধান অতিথি বলেন, “আমি স্ব শরীরে জুলাই আন্দোলনে ছোট লাঠি হাতে নিয়ে অংশগ্রহণ করেছি। আমি ১৮ জুলাই ঢাকা থেকে রওনা দিয়ে ২০ জুলাই নীলফামারি পৌঁছেছি। আমি এই জুলাইয়ে সাধারণ মানুষের অবস্থা কাছ থেকে দেখেছি এবং ৫ আগস্টের পর বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরেছি।”
তিনি আরো বলেন, “সব সংস্কারের সঙ্গে সবচেয়ে জরুরি শিক্ষাব্যবস্থার সংস্কার। আমি মনে করি, এই শিক্ষা সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে তাদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।” তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থী শহীদ মামুন মিয়ার পরিবারের প্রতি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে জুলাই আকাঙ্ক্ষা ধারণ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এমএম আতিকুজ্জামান বলেন, “বাংলার ৩০০ বছরের ইতিহাসে যতবার মানুষের অধিকার হরণের চেষ্টা করা হয়েছে, ততবার বাংলার মেহনতি মানুষ নিজের তাজা রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করে নিয়েছে। এর একটি উজ্জ্বল প্রমাণ ২০২৪ এর জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।”
চব্বিশে ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের শুরুতে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। শহীদের স্মরণে এ দিনটি ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে সরকার।
ঢাকা/হাফছা/মেহেদী