ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৩২, ১৬ জুলাই ২০২৫
শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

শাবিপ্রবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন:

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “রাষ্ট্রযন্ত্র যখন জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তখনই গণ-প্রতিরোধ জন্ম নেয়। দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সততানির্ভর প্রশাসন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। আমরা শাবিপ্রবিকে একটি শিক্ষা ও গবেষণামুলক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছি। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুরআন বিতরণ করেছে সামাজিক সংগঠন শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ।

বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্সের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দীন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ‘ইনোভা ট্রিমস অ্যান্ড ডোনেট ফর গুড’ এর পরিচালক মোহাম্মদ নূর-উন নবী উপস্থিত ছিলেন।

এতে মূল আলোচক ছিলেন, আল-কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মনির উদ্দীন আহমেদ।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়