ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৬ জুলাই ২০২৫  
ঢাবিতে জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা

কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। বিক্ষোভে ছাত্রদল নেতারা জামায়াত-শিবিরবিরোধী নানা স্লোগান দেন।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাবি ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি।

আরো পড়ুন:

ঢাবি টিএসসি থেকে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির পাশ্ববর্তী সড়ক দ্বীপে (ডাচ) এসে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা দেশজুড়ে চলমান সহিংসতা ও কক্সবাজারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ঘটনায় জামায়াত নেতাকর্মীদের সংশ্লিষ্টতা আছে বলে তারা দাবি করেন।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “একটি গোপন সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। একটি লম্পট গোষ্ঠী নিজেদের ‘বাইতুল মাল’ ও ‘হাদিয়া’র নাম করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।”

তিনি আরো বলেন, “ইসলামী ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত এই গোষ্ঠী আজ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট ভাষায় বলছি— যারা আলো ছেড়ে অন্ধকারের দিকে যাচ্ছে, তাদের পরিণতি হবে পিন্ডির পথে।”

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “সংস্কার সংস্কার বলে কিছু এনজিওকর্মী গণতন্ত্রপন্থি শক্তির মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচারকে উৎসাহ দিচ্ছে।”

তিনি আরো বলেন, “কক্সবাজারে বিএনপি নেতা হত্যার ঘটনায় জামায়াতের স্থানীয় নেতার সম্পৃক্ততা উদ্বেগজনক। এর বিরুদ্ধে সরকার ও প্রশাসনের নির্লিপ্ততা প্রমাণ করে, এ ঘটনার পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়