ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবি শিক্ষার্থীর মৃত্যু

সুষ্ঠু তদন্তের দাবি, ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান শিক্ষার্থীদের

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৮ জুলাই ২০২৫  
সুষ্ঠু তদন্তের দাবি, ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে শনিবার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সংবর্ত-৩৬ এর ব্যানারে (২০২১-২২ শিক্ষাবর্ষ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগ তোলেন।

তাদের ঘোষিত কর্মসূচি হলো-শনিবার বিশ্বববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল ১১ টায় গায়েবানা জানাজা, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জন করার আহ্বান ও শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, “আমাদের সহপাঠী ও বন্ধু সাজিদ আব্দুল্লাহর নিথর দেহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃতদেহের অবস্থা দেখে এটি কোনো স্বাভাবিক মৃত্যু বলে আমাদের বিশ্বাস হয় না। যে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে এমন মর্মান্তিক মৃত্যু আমাদের চিন্তিত, ক্ষুব্ধ ও শঙ্কিত করে তুলেছে। এই মৃত্যু কেবল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয় এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলা, নিরাপত্তাহীনতা, অব্যবস্থা ও অযোগ্যতার জ্বলন্ত প্রতিচ্ছবি।”

বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একর এলাকা সিসিটিভি ক্যামেরা ছাড়া, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়া এবং নিরাপত্তা প্রটোকলহীন অবস্থায় পরিচালিত হওয়া প্রশাসনের দায়িত্ব পালনে চরম গাফিলতির প্রমাণ। সংবর্ত ৩৬ ব্যাচ হিসেবে আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সম্পূর্ণরূপে দায়ী করছি।”

ঢাকা/তানিম/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়