ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাঙ্ক্ষিত বাজেট চেয়ে বেরোবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১৮:২৮, ২৮ জুলাই ২০২৫
কাঙ্ক্ষিত বাজেট চেয়ে বেরোবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তথা উত্তরাঞ্চলের প্রতি হওয়া বাজেট বৈষম্যের অবসানসহ দুই দফা দাবিতে রংপুরের মর্ডান মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার মর্ডান মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে ঘণ্টাব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

আরো পড়ুন:

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি বছর বাজেটে রংপুরসহ উত্তরাঞ্চল অবহেলিতই থেকে যাচ্ছে। সিটি কর্পোরেশন থেকে শুরু করে শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বাজেট বৈষম্য প্রকট। এবারের বাজেটেও এই চিত্রের ব্যতিক্রম হয়নি। তাই এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বর্জনের ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।

আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা আবু সাঈদের সহপাঠীরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার মর্ডার্ন ব্লকেড, অসহযোগ আন্দোলনসহ আরো কঠোর কর্মসূচি  ঘোষণা করব।”

তিনি বলেন, “৪৮ ঘণ্টার আল্টিমেটাম চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বর্জন কর্মসূচি চলবে।”

এ সময় অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, বেরোবির শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, রহমত আলী, শামসুর রহমান সুমন প্রমুখ।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।

এদিকে, উত্তরবঙ্গের ছাদ জেলার প্রবেশদ্বার মর্ডান মোড় ব্লকের কর্মসূচির ফলে মহাসড়কের দু'ধারে দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের তীব্র যান সৃষ্টি হয় ভোগান্তিতে পরে মানুষ। তবে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে দুপুর দেড়টার দিকে প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. নজির হোসেন জানান, শিক্ষার্থীরা মর্ডান মোড় অবরোধ করে আন্দোলন করেছে। তবে জনদুর্ভোগ বিবেচনায় ১ ঘণ্টার মধ্যেই তারা আন্দোলনটি শেষ করেছে। এ আন্দোলনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগর পুলিশ সর্বদা সচেষ্ট ছিল।

ঢাকা/আমিরুল/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়