ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুতিয়াখালিতে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও চারা বিতরণ

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৩০ আগস্ট ২০২৫  
সুতিয়াখালিতে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও চারা বিতরণ

পশুপালন ও কৃষি নির্ভর গ্রামীণ জনপদে প্রাণীসম্পদ সুরক্ষা আর সবুজের বিস্তার একসঙ্গে দেখা মেলে না সচরাচর। তবে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন সুতিয়াখালি গ্রামে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে। গ্রামটিতে দিনব্যাপী গবাদি পশুর চিকিৎসা এবং ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) জহির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় পশুপাখির বিনামূল্যে চিকিৎসা আর কৃষকের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া।

আরো পড়ুন:

দিনভর আয়োজনটিতে ভিড় জমে স্থানীয় কৃষক, খামারি ও গ্রামীণ জনতার। কেউ এসেছেন গরু, ছাগল বা হাঁস-মুরগির চিকিৎসা করাতে, আবার কেউ হাতে নিয়েছেন ফলদ বা ঔষধি গাছের চারা। সবার চোখেমুখে ছিল আনন্দ আর সন্তুষ্টি।

ডা. মো. রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে ডা. মো. বয়জার রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়াও বাকৃবি বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামের সাধারণ মানুষকে পশুস্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং একইসঙ্গে পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহিত করা। স্থানীয়রা বলছেন, বিনামূল্যে চিকিৎসা ও চারা বিতরণ তাদের জন্য কার্যত আশীর্বাদস্বরূপ।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “ইন্ডিয়া থেকে গরু না আসলে নাকি আমরা মারা যাব, এখন কিন্তু কোরবানির ঈদে ইন্ডিয়া থেকে গরু আসে না। তারপরেও আমরা উৎপাদন বেশি করছি। ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসলে আমরা নাকি চলতে পারব না, এখন কিন্তু আমরা ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া চলি। তার মানে এই দেশের কৃষকরা এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে।”

তিনি বলেন, “কৃষকরা যেগুলো করে সেটাই আসল জিনিস। এ দেশের ৮০ ভাগ লোক হচ্ছে কৃষক। কৃষকরা চাষাবাদ করে, তাই এদের উন্নতি কিভাবে করা যায়, সেটাই আমাদের চিন্তা। আমরা এ ধরনের কার্যকলাপই করি। করোনার সময় মানুষকে সহযোগিতা, ডেঙ্গুর সময় মানুষকে সহযোগিতা, বন্যার সময় মানুষকে সহযোগিতা এবং শীতকালে শীতের বস্ত্র বিতরণের কার্যক্রম আমরা পরিচালনা করি। আমরা মেডিকেল ক্যাম্পও করি বিভিন্ন এলাকায়।”

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়