ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৭ সেপ্টেম্বর ২০২৫  
ছাত্র সংসদসহ ৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ছাত্র সংসদ গঠনসহ ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। 

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের কাছে এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে উপাচার্যকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন তারা।

আরো পড়ুন:

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ; জুলাই আন্দোলনে বিরোধিতাকারী, দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচার সুবিধাভোগী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিশ্চিত করা; ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু এবং পরীক্ষার খাতায় শিক্ষার্থীর নাম-রোলের পরিবর্তে কোডিং সিস্টেম প্রবর্তন; সেমিস্টার ফি কমানো এবং বিভাগ উন্নয়ন ও ক্লাব ফি বাতিল করা।

অন্য দাবিগুলো হলো-বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক ক্যাম্পাসে রূপান্তরের উদ্যোগ গ্রহণ, বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা, অন্যথায় আবাসন ভর্তুকির ব্যবস্থা করা; বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি করার কার্যকরি পদক্ষেপ গ্রহণ; সনদ উত্তোলন জটিলতা দূর করে অনলাইনভিত্তিক সহজ পদ্ধতি চালু করা; ২০২২-২৩ শিক্ষাবর্ষের রিটেক সমস্যার দ্রুত সমাধান; আম-বটতলা থেকে বেলতলা পর্যন্ত ফুটপাত নির্মাণ এবং প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার সংস্কার।

স্মারকলিপি প্রদান শেষে স্নাতকোত্তর শিক্ষার্থী মো. উসামা সাংবাদিকদের বলেন, “আমরা উপাচার্যের কাছে ৯ দফা দাবি দিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা তাকে এক সপ্তাহ সময় দিয়েছি। এর মধ্যে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

শিক্ষার্থীদের দাবির বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের ব্যাপারে কিছু উল্লেখ নেই। যেহেতু ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হচ্ছে, আমরাও খুব শীঘ্রই একটি কমিটি গঠন করব। সেই কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্রসংসদ গঠন করব।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি, ফুটপাত নির্মাণসহ শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো নিয়ে আমরা ইতোমধ্যে কাজ করছি। ধীরে ধীরে সবকিছুর সমাধান হবে বলে আশা করি।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়