ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, কমেছে জিপিএ ও আসন

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:০৬, ১১ নভেম্বর ২০২৫
চবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, কমেছে জিপিএ ও আসন

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা (ওয়ার্ড কোটা) বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে জিপিএ-র মান ০.৫০ পয়েন্ট এবং শতাধিক আসন থাকা বিভাগগুলোতে সর্বোচ্চ ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

এর আগে, গত ৯ নভেম্বর উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী  বলেন, “এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় আবেদন ও আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যাতে অধিক শিক্ষার্থী সুযোগ পায়।”

তিনি বলেন, “প্রতিটি বিভাগে সর্বোচ্চ ১০০ আসন থাকবে, ধীরে ধীরে তা ৮০টিতে নামিয়ে আনা হবে। এছাড়া, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।”

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আন্দোলন করেন। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবেদনের ক্ষেত্রে এবার জিপিএ গত বছরের তুলনায় ০.৫০ কমানোর সিদ্ধান্ত শুধু ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য হবে বলে জানা গেছে।

‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) সর্বনিম্ন মোট জিপিএ ৭.৭৫ থাকতে হবে, যা পূর্বে ছিল ৮.২৫। তবে আবেদনকারীকে আলাদাভাবে মাধ্যমিক কমপক্ষে ৪.০০ (পূর্বে ৪.০০) এবং উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৩.২৫ (পূর্বে ৪.০০) থাকতে হবে।

‘বি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম মোট জিপিএ ৭.০০ (পূর্বে ৭.৫০) থাকতে হবে। এই ইউনিটে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারিত হয়েছে (পূর্বে ৮.০০)।

‘সি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.৫০ (পূর্বে ৮.০০)। ‘ডি’ ইউনিটে (সমন্বিত ইউনিট) সব বিভাগ থেকে আবেদন করা যাবে, যেখানে মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.০০ (পূর্বে ছিল ৭.৫০)।

আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার অনলাইন শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপ-ইউনিটগুলোর মধ্যে– ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি-১’ ইউনিটের পরীক্ষা ৭ জানুয়ারি এবং ‘বি-২’ ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রতিবারের ন্যায় এবারও চবির বাহিরে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়