জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা, বাড়ছে আসন
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। এ বছর ২৬টি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পূর্বের মতোই শিফট পদ্ধতিতে হবে পরীক্ষা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ আলী রেজা বলেন, “এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি ১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ‘আইবিএ-জেইউ’ এর অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে।”
এ বছর ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের প্রতিটির জন্য ১ হাজার টাকা এবং ‘সি-১’, ‘ডি’, ‘ই’ ইউনিট এবং ‘আইবিএ’ এর জন্য ৭০০ টাকা করে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/আহসান/মেহেদী