ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ ঘণ্টা রেলপথ অবরোধে রাখেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪২, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:১৬, ২৪ নভেম্বর ২০২৫
৬ ঘণ্টা রেলপথ অবরোধে রাখেন রাবি শিক্ষার্থীরা

দ্বিতীয় দিনের মতো ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘণ্টা পর রাত ৮টায় সেই অবরোধ তুলে নেন তারা। 

রবিবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ৬ ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

আরো পড়ুন:

অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “আমরা রাত ৮টার সময় রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গিয়েছিল। আমরা চাই না আমাদের জন্য মা-বোনরা কষ্ট পান। এই জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”

“আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই আমাদের,” যেগা করেন তিনি।

ঢাকা/ফাহিম/রাসেল 

সর্বশেষ

পাঠকপ্রিয়