ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু নির্বাচন

প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৬ জানুয়ারি ২০২৬  
প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রথমবারের মতো শিক্ষার্থী সংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: লিমন ইসলাম

প্রতিষ্ঠার বিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বহুল প্রতিক্ষিত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবার শিক্ষার্থী সংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, যে-ই নির্বাচিত হোক, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের নেতা বুঝে নিচ্ছে এটাই বড় বিষয়। 

আরো পড়ুন:

মাইক্রোবায়োলজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ খান চৌধুরী বলেন, “প্রথমবার ভোট দিতে পারছি। আমাদের শঙ্কা ছিল নির্বাচনের আগে হওয়া নিয়ে। বিশেষ করে স্থগিত হলে অনেকেই ধরে নিয়েছিলেন জাতীয় নির্বাচনের আগে আর জকসু নির্বাচন আর হচ্ছে না। তবে শিক্ষার্থীদের চাপে প্রশাসন দিতে বাধ্য হয়েছে।"

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌ বলেন, "খুবই ভালো লাগছে। শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক এখন কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বাড়বে।"

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। 

নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট কাটিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন জবিয়ানরা।

সর্বশেষ ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর এটিই প্রথম জকসু নির্বাচন।

ঢাকা/লিমন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়