ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু নির্বাচন 

ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই, ৮ কেন্দ্রে ব্যবধান ৬ ভোট 

জবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৭ জানুয়ারি ২০২৬  
ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই, ৮ কেন্দ্রে ব্যবধান ৬ ভোট 

জকসু নির্বাচনের ভোট গণনা কক্ষ। ছবি: লিমন ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৮০৪ ভোট পেয়েছেন। ফলে ছাত্রদলের রাকিবের থেকে ৬ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবিরের রিয়াজুল।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

আরো পড়ুন:

অনুজীব বিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে—শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮৭ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত রাকিব ৪৬ ভোট পেয়েছেন।

শিবির সমর্থিত জিএস আবদুল আলিম আরিফ ৮৫ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস মাসুদ রানা ৮১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৪০ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে,শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ১০৬ ভোট পেয়েছেন । ছাত্রদল সমর্থিত রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ১১২ ও খাদিজাতুল (ছাত্রদল) ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ( শিবির) ১০৫ ও তানজিল (ছাত্রদল) ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল (শিবির) ৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত রাকিব ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ (শিবির) ৪৬ ভোট, খাদিজাতুল (ছাত্রদল) ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০ ভোট পেয়েছেন।

ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১০০ ভোট। ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া, এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট। ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, অন্যদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া, এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট, অন্যদিকে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ১৩২ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজীল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, এ কে এম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। শিবিরের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এছাড়া, শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৪৫ ভোট পেয়েছেন।

মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারো ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ হয়। নির্ধারিত সময় শেষে লাইনে থাকা ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ভোট পড়েছে ৭৭ শতাংশ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন।

ঢাকা/লিমন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়