ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০তম কেন্দ্রে শিবিরের জিএস-এজিএস পদে ‘শূন্য’ ভোট, ভিপি ৪

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৭ জানুয়ারি ২০২৬  
২০তম কেন্দ্রে শিবিরের জিএস-এজিএস পদে ‘শূন্য’ ভোট, ভিপি ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনার সময় ২০তম কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় সংগীত বিভাগকে। বিশ্ববিদ্যালয়জুড়ে বিভিন্ন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চললেও এই বিভাগে নজিরবিহীন ভরাডুবি হয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের প্রার্থীরা কোনো ভোটই পাননি। ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪টি ভোট।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

অন্যদিকে, ঘোষিত ফলাফলে, সংগীত বিভাগে ভিপি পদে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ১২৫ ভোট পেয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করেন।

ফলাফল দেখা গেছে জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং মাসুদ রানা একটি ভোটও পাননি, অথচ অন্যান্য কেন্দ্রে তারা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন।

বিপরীত চিত্র দেখা গেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ক্ষেত্রে। এই বিভাগে জিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৪৮ ভোট এবং এজিএস পদে বিএম আতিকুর রহমান তানজিল ১০৮ ভোট পেয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, একটি নির্দিষ্ট বিভাগে কোনো বড় প্যানেলের প্রার্থীদের শূন্য ভোট পাওয়ার ঘটনা জকসু নির্বাচনের ইতিহাসে বিরল। মূলত সংগীত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের একচেটিয়া সমর্থনের কারণেই এমন ফলাফল এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এই কেন্দ্রের ফলাফলের প্রভাবে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব বড় ব্যবধানে এগিয়ে আছেন। তবে ২০তম কেন্দ্রের ফলাফল শেষে জিএস ও এজিএস পদে শূন্য ভোট পেলেও সামগ্রিক ফলাফলে শিবিরের প্রার্থীরা এখনো এগিয়ে।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়