ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু নির্বাচন: ভিপি-জিএস-এজিএসসহ ১৬টি পদে ছাত্রশিবিরের জয়

জবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১৩, ৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচন: ভিপি-জিএস-এজিএসসহ ১৬টি পদে ছাত্রশিবিরের জয়

প্রতিষ্ঠার একুশ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন দেখল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) এর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী  সংসদ (জকসু) নির্বাচনেও অপ্রতিরোধ্য অবস্থান তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সংসদের মোট ২১টি পদের মধ্যে ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক), এজিএসসহ ১৬টিতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’ প্যানেলের প্রার্থীরা।

ভোটগ্রহণের প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার রাত ১টায় আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফল ঘোষণা করেন।

আরো পড়ুন:

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও জবির সাবেক শিবির নেতারা বিজয়ীদের শুভেচ্ছা জানান।

কেন্দ্রীয় সংসদে ২১টি পদে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন।

নির্বাচনে ভিপি পদে ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ জোটের নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত পরিষদের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট। এজিএস পদে জয় পাওয়া মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

অন্যদিকে, শীর্ষ পদ না পেলেও তিনটি পদে জয় পেয়েছে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদের নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদ। এর মধ্যে একটি পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ।

এছাড়া, আরো আট পদে বিজয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন খাতুন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নাওয়ার জয়া এবং ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম।

কার্যকরী সদস্য পদে সাতটির মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন ফাতেমা আক্তার। মোহাম্মদ আকিব হাসান, শান্তা আক্তার, মেহেদী হাসান এবং আব্দুল্লাহ আল ফারুকও এ প্যানেল থেকে নির্বাচিত হন।

বাকি দুই সদস্যের মধ্যে সাদমান সাম্য ছাত্রদল সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদের। অন্যজন মো. জাহিদ হাসান স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী হন।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়