ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু: ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৫
রাকসু: ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার দাবিতে ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দফা প্রস্তাবনা দিয়েছে দুইটি প্যানেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক যৌথ সংবাদ সম্মেলনে ছাত্রদল ও ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেল এসব দাবি করেন।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে প্যানেল দুইটির অভিযোগ, তফসিল ঘোষণার পর থেকেই ছাত্রশিবির নিয়ম ভেঙে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপঢৌকন বিতরণ করে শিক্ষার্থীদের প্রভাবিত করছে। এছাড়া ব্যালট নম্বর প্রদানেও তাদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। স্পষ্ট প্রমাণ থাকার পরও নির্বাচন কমিশনার লিখিত চেয়েছেন। আমরা বহুবার নিজেদের জায়গা থেকে অভিযোগ করেছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। লিখিত ছাড়া নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা স্পষ্ট পক্ষপাতমূলক। এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব হবে না। আমরা চাই দীর্ঘদিন পর অনুষ্ঠিত রাকসু নির্বাচন কোনোভাবে যেন কালিমালিপ্ত না হয়।

দুই প্যানেলের পক্ষ থেকে উত্থাপিত ১২ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার এবং ভোট শুরুর আগে সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা; ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার নিশ্চিত করা; এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা; ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা; নির্বাচনী খরচ ও পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করা।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ব্যালট ছাপানো ও বাঁধাইয়ের সময় এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা; পর্যাপ্ত বুথের ব্যবস্থা করা; ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার প্রকাশ করা; সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর সেল গঠন ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভ্রান্তিকর পেজ-গ্রুপ বন্ধ করা; ভোটের দিন ভোটার তালিকা হাতে ধরিয়ে না দেওয়া।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ভোট ম্যানুয়ালি গণনা করার ফলে দুইদিনেও ফলাফল হয়নি, রাবিতে ৩০ হাজার ভোট ম্যানুয়ালি গণনা করা হলে বিশৃঙ্খলা হবে কিনা এমন প্রশ্নের ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ বলেন, “জাতীয় নির্বাচনে দেখেছি ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট কারচুপি করা হয়, রাকসুতেও এমন হতে পারে। এছাড়াও, ইভিএম এ ক্যারিক্যাচার করার মাধ্যমে ভোট কারচুপি হতে পারে। আমরা চাই, প্রশাসন বেশি জনবল নিয়োগ করে ম্যানুয়ালি ভোট গণনা করুক।”

ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবীর বলেন, “ইভিএম এর মাধ্যমে ভোট গণনা করা হলে কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই, দীর্ঘদিন পর যেহেতু নির্বাচন হচ্ছে, তাই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। আমরা স্বচ্ছ ভোট বাক্স স্থাপন, ম্যানুয়ালি ভোট গণনাসহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই ১২ দফা দাবি জানিয়েছি। ডাকসু ও জাকসুতে নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে, আমরা চাই না রাকসুতে এই বিতর্ক হোক। ভোটার সংখ্যা বেশি হলে আপনারা জনবল বাড়িয়ে ভোট গণনা করবেন। বিশ্ববিদ্যালয়ে কি জনবলের অভাব?”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা এবং ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলের জিএস প্রার্থী আফরিন জাহান ও এজিএস প্রার্থী আল শাহরিয়ার শুভ প্রমুখ।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়