ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় বাস চাপায় ২ শিক্ষার্থী নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩  
চকরিয়ায় বাস চাপায় ২ শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর সড়কের মাথায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়ারা হলেন-কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে ইনজামাম উল আলম রাফি (২০) ও  লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে মেহেরাব হোসেন অভি (২০)। তারা দুইজনই চকরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে কয়েকদিন আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদারুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেলে করে চকরিয়া হারবাং যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে বাসের নিচে পড়েন ইনজামাম। এছাড়া সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। পরে আহত মেহেরাবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। চট্টগ্রামে নেওয়ার পথে মেহেরাবও মারা যান। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।


তারেকুর/ মাসুদ

তারেকুর/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়