ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্টমার্টিনে ১২০০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৪ মে ২০২৩   আপডেট: ১৮:৩৯, ১৪ মে ২০২৩
সেন্টমার্টিনে ১২০০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত 

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রাথমিকভাবে ১ হাজার ২০০ বসতবাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক।

রোববার (১৪ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে কক্সবাজার লাবণী পয়েন্টে সমুদ্র সৈকত পরিদর্শনে এসে এ তথ্য জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

আরো পড়ুন:

জেলা প্রশাসক বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্টমার্টিনে। সেখানে বাতাসের গতিবেগ তুলনামূলকভাবে বেশি ছিল। বাতাসের বেগে প্রচুর পরিমাণ গাছপালা ভেঙে পড়ে। এ ছাড়া সম্পূর্ণভাবে ১ হাজার ২০০ মতো বসতবাড়ি ক্ষতি হয়েছে।’  

জেলা প্রশাসক আরও বলেন, ‘বর্তমানে কক্সবাজারে ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেছে। তবে সমুদ্রে জোয়ার ও কিছুটা বাতাস থাকায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষকে এখন বাড়ি না যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে তারা বাড়িতে ফিরে যেতে পারবে।’ 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সকাল থেকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকায় দ্বীপে অনেক গাছপালা ও ১২০০ বসতবাড়ির ক্ষতি হয়েছে। বসতবাড়ির মানুষগুলো বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছে। তাদের ব্যাপারে জেলা প্রশাসককে অবগত করেছি। পরবর্তী সিদ্ধান্তক্রমে তাদের সহায়তা করা হবে।’

তারেক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়