ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংক ও ফিনটেক ইনোভেশনের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১১ এপ্রিল ২০২২  
প্রিমিয়ার ব্যাংক ও ফিনটেক ইনোভেশনের মধ্যে চুক্তি

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ এবং ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ কান্ট্রি অফিসার আজিজুন্নেসা হক ডলির উপস্থিতিতে ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসির সাথে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা কাজী আহসান খলিল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শিবলী সাদেকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সর্বশেষ ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ট্রেড ফাইন্যান্স ব্যবসার জন্য ট্রেড অ্যাসেটস পোর্টালের মাধ্যমে এফআই ই-মার্কেটপ্লেসে অংশগ্রহণ করতে পারবে যেমন এলসি অ্যাডভাইসিং, কনফার্মিং এবং ইউপাস ফান্ডিং ইত্যাদি করতে পারবে।

/সুমন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ