ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢামেক হাসপাতালে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১০ জুলাই ২০২৫  
ঢামেক হাসপাতালে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কালেকশন বুথ চালু করেছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীরা সহজেই চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ফি, ডায়াগনস্টিক পরীক্ষা ও অন্যান্য ফি জমা দিতে পারবেন।

বুধবার (৯ জুলাই) ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বুথটির উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক ও হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, এই বুথের মাধ্যমে রোগীদের জন্য আর্থিক লেনদেন আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়