ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরাটন ঢাকায় ১০ দিনব্যাপী কোস্টাল কার্নিভাল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৫ জুলাই ২০২৫  
শেরাটন ঢাকায় ১০ দিনব্যাপী কোস্টাল কার্নিভাল

রাজধানীর শেরাটনে ‘কোস্টাল কার্নিভাল’ শীর্ষক ১০ দিনব্যাপী সি ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।

এ উৎসবে সহযোগিতা করছে বিকাশ লিমিটেড। হোটেলের ১৪ তলায় দ্য গার্ডেন কিচেন রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার এ আয়োজনের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েত দূতাবাস ও মালদ্বীপ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রাইম পার্টনার বিকাশ লিমিটেড, ট্রাভেল পার্টনার ফার্স্টট্রিপ, লয়ালটি পার্টনার অরেঞ্জ ক্লাব, গণমাধ্যম প্রতিনিধি ও ফুড ব্লগাররা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি থুনায়ান আবদুল ওয়াহাব হামাদাহ এবং মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও মো. শাকাওয়াত হোসেন, বিকাশ লিমিটেডের সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ (মার্চেন্ট পেমেন্টস) কায়েদুল আরেফিনসহ সি ফুড বিশেষজ্ঞ, অভিজ্ঞ শেফ ও শেরাটন ঢাকার উচ্চপদস্থ কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুড টেস্টিং সেশনে অতিথিরা উৎসবে পরিবেশিত এক্সক্লুসিভ ও এক্সোটিক ডিশগুলোর স্বাদ গ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়