ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনার ভ্যাকসিন উৎপাদন আগ্রহী ওরিয়ন ফার্মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৫ মে ২০২১   আপডেট: ১২:১৮, ৫ মে ২০২১
করোনার ভ্যাকসিন উৎপাদন আগ্রহী ওরিয়ন ফার্মা

শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস তাদের নিজস্ব উৎপাদন প্লান্টে রাশিয়ার করোনা ভ্যাকসিন উৎপাদন করতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে রাশিয়া ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে কোম্পানি।

বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ করোনা ভ্যাকসিন উৎপাদন করতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রযুক্তিগত সহায়তা দিতে বলেছে। এছাড়া কোম্পানি ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ সার্ভিস বিভাগকে বিষয়টি রেগুলার ব্যবসার অংশ হিসেবে প্রাথমিক প্রস্তাব বলে উল্লেখ করেছে ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বাংলাদেশ সরকারের অনুমোদনের ওপরে।

এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়