ঢাকা     শুক্রবার   ২৪ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১০ ১৪৩১

ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১০ মে ২০২২  
ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের (ওপেন-ইন্ড) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১০ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮২৩তম কমিশন সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট ২.৫০ কোটি টাকা প্রদান করবে (ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। এ ছাড়া ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সেন্টেনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়ান সার্ভিসেস।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়