ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইর ‘ডিএস৩০’ সূচক সমন্বয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৯ জুলাই ২০২৫   আপডেট: ২০:১৭, ৯ জুলাই ২০২৫
ডিএসইর ‘ডিএস৩০’ সূচক সমন্বয়

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে `ডিএস৩০' সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ৩টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের ৩টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। ডিএসইর সূচক কমিটির তত্ত্বাবধানে ২০২৫ সালের ছয় মাসের সমন্বয়ে এই পরিবর্তন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

রবিবার (২০ জুলাই) থেকে সূচক গণনায় নতুন যুক্ত হওয়া ও বাদ পড়া কোম্পানিগুলো বিবেচনায় নেওয়া হবে। প্রতি ছয় মাস পরপর ডিএস৩০ সূচক সমন্বয় করে থাকে ডিএসই।

এবার ডিএস৩০ সূচকে নতুন ৩টি কোম্পানি যুক্ত হয়েছে। কোম্পানিগুলো হলো-হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, লাভেলো আইসক্রিম ও লিন্ডে বাংলাদেশ।

একই সময়ে ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে ৩টি কোম্পানি। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম ও পাওয়ার গ্রিড।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়