ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলিফ ইন্ডাস্ট্রিজের মূলধন উত্তোলনের আবেদন বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১০ জুলাই ২০২৫  
আলিফ ইন্ডাস্ট্রিজের মূলধন উত্তোলনের আবেদন বাতিল

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের পুনর্বিবেচনার আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি কনভার্টেবল বন্ড ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। যেখান প্রতি শেয়ারের মূল্য ছিল ২২ টাকা।

আলিফ ইন্ডাস্ট্রিজের পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় ২০১৭ সালে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৬৭ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৮৩৫ টি। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.২৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.২১ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৫৫ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়