ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অডিট হবে সাড়ে ১৫ হাজার করদাতার আয়কর মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৪৫, ১৬ জুলাই ২০২৫
অডিট হবে সাড়ে ১৫ হাজার করদাতার আয়কর মামলা

অডিটের জন্য নির্বাচিত হয়েছে ১৫ হাজার ৪৯৪ করদাতার আয়কর মামলা। ২০২৩-২৪ কর বর্ষের দাখিল করা এসব রিটার্ন রেনডম সিলেকশন পদ্ধতিতে অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৬ জুলাই) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে এনবিআর একটি সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফলাইনে দাখিলকৃত সব কাগজে জমা দেওয়া রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডেটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন। তবে নিরীক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে ২০২৩-২৪ কর বছরের প্রত্যেক সার্কেলের দাখিলকৃত রিটার্নের ৫ শতাংশ ডিজিটাল পদ্ধতিতে এলোমেলোভাবে নির্বাচনের (র‌্যান্ডম সিলেকশন) মাধ্যমে নিরীক্ষার জন্য নির্বাচন করেছে।

একই করদাতার আয়কর রিটার্ন যেন বারবার নিরীক্ষার জন্য নির্বাচিত না হয়, সেজন্য পূর্ববর্তী দুই বছরে যেসব করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল, তাদের ২০২৩-২৪ কর বছরের রিটার্ন এলোমেলো নির্বাচনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে দেশের সব কর অঞ্চল থেকে মোট ১৫ হাজার ৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এনবিআর যত দ্রুত সম্ভব কাগজে দাখিলকৃত রিটার্নের সম্পূর্ণ তথ্য ডেটাবেজে অন্তর্ভুক্ত করে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা নির্বাচন মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করবে।

এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হলে আয়কর রিটার্ন অডিট প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করা যাবে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ও সম্ভব হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়