সবজির দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে পেঁয়াজের দামও
সবজির দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে পেঁয়াজের দাম। ছবি: রাইজিংবিডি
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রভাবে ও বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার কারণে ফের ঊর্ধ্বমুখী সবজি ও পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, অধিকাংশ সবজির ও দেশি পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর নিউমার্কেট রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।
এখন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, গাজর (দেশি) ১২০ টাকা, প্রতিটি পিস লাউ ৫০ থেকে ৬০, টমেটো ১২০ টাকা, চিচিঙ্গা ৫০, দেশি শশা ১০০, বরবটি ৮০, ঢেড়শ ৫০, জালি কুমড়া ৫০ টাকা পিস, মিষ্টি কুমড়া কেজি ৩০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, কচুরমুখী ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদি বাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি দামে স্থিতিশীল রয়েছে। এখন বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ ও দেশি আদা ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ ও মুরগির দাম
মাছ বিক্রেতারা বলছেন, নদীতে মাছ কম পাওয়া ও বৃষ্টির জন্য খামারিদের পুকুর তলিয়ে যাওয়ার জন্য বাজারে মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাস কেজি ১৯০ থেকে ২০০টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০, মাঝারি সাইজের কৈ ২৫০ থেকে ৩০০, দেশি শিং ৫০০ থেকে ৬০০টাকা, বড় সাইজের পাবদা ৫৫০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০টাকা, এক কেজি ওজনের ওপরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকা।
এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০টাকা বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগির এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, এছাড়া বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫টাকায়।
রাজধানীর নিউমার্কেট কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন হোসেন রাইজিংবিডি বলেন, “বাজারে পেঁয়াজের দাম বাড়তি দেখলাম। তবে একেবারে বেশি বাড়েনি। ৫ থেকে ১০ টাকার মতো বেড়েছে। অন্যান্য সবজির দাম গত সপ্তাহে তুলনায় সামান্য বেড়েছে। তবে শসার দামটা বেশি দেখলাম। গত সপ্তাহে শসা কিনেছি ৭০ টাকায় এ সপ্তাহে ১০০ টাকা নিয়েছে। সামগ্রিকভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারের বাজার তদারকি বিষয়টি আরো বৃদ্ধি করা উচিত।”
রায়েরবাজারের মুদি ব্যবসায়ী রাজিব সিকদার রাইজিংবিডিকে বলেন, “বৃষ্টির জন্য চাহিদা তুলনায় সরবরাহ কম থাকার কারণে পেঁয়াজের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। সাথে গত সপ্তাহের তুলনা এ সপ্তাহের সবজির দাম ও বেড়েছে।”
ঢাকা/রায়হান/সাইফ