ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১৮ নভেম্বর ২০২৫  
সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার

ফাইল ফটো

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৫৬০ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

আরো পড়ুন:

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৫ এর আওতায় এই চাল কেনা হবে। সিঙ্গাপুরের মেসার্স আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড থেকে প্রতি মেট্রিক টন চাল কেনা হবে ৩৫৪.১৯ মার্কিন ডলারে।

এর আগে, ২২ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও মায়ানমার থেকে জিটুজি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ লাখ টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়, যার মোট ব্যয় ধরা হয়েছিল ৪৪৬ কোটি টাকার বেশি।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়