ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫২, ৮ জানুয়ারি ২০২৬
পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বৃহস্পতিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির।

এদিন, ডিএসইতে মোট ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৫২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৬৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৪৩ পয়েন্ট বেড়ে ৮৬০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৭.৪৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।

সিএসইতে ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়