ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওষুধ উৎপাদনসহ শ্রীলঙ্কায় অফিস স্থাপন করবে নাভানা ফার্মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৯ জানুয়ারি ২০২৬  
ওষুধ উৎপাদনসহ শ্রীলঙ্কায় অফিস স্থাপন করবে নাভানা ফার্মা

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ শ্রীলঙ্কায় একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অথবা লিয়াজোঁ অফিস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কোম্পানিটি উৎপাদন সক্ষমতা বাড়াতে জেনেরিক ওষুধ উৎপাদন করারও সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় কারখানায় জেনেরিক ওষুধ উৎপাদন প্রকল্প অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কায় একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অথবা লিয়াজোঁ অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন জেনেরিক উৎপাদন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির উৎপাদন সক্ষমতা আরও বাড়বে এবং দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিমুখী কার্যক্রম জোরদার হবে। এতে ভবিষ্যতে কোম্পানির বিক্রি ও আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, শ্রীলঙ্কায় সাবসিডিয়ারি কোম্পানি বা লিয়াজোঁ অফিস স্থাপনের সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারে নাভানা ফার্মার উপস্থিতি বাড়বে। এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানি সম্প্রসারণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়