ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্লক মার্কেটে ১৭ কোম্পানির লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
ব্লক মার্কেটে ১৭ কোম্পানির লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রোববার (২৮ ফেব্রুয়ারি) ১৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মার। কোম্পানির ৩ কোটি ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেন দ্বিতীয় অবস্থানে আছে রেনাটা। কোম্পানির লেনদেনের পরিমাণ ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় অবস্থানে আছে ইস্টার্ন ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- আজিজ পাইপসের ৫ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ১১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ১০ লাখ ৩২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৯০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৬৯ লাখ ৯৩ হাজার টাকার, এনার্জিপ্যাকের ২৩ লাখ ২৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৬৬ লাখ ৩৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫১ লাখ ৮৪ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, রহিমা ফুডের ৮ লাখ ৭৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৯ লাখ ৮৭ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়