ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

যন্ত্রপাতি স্থাপনে ইউনিট সম্প্রসারণ করবে রহিম টেক্সটাইল কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১০ নভেম্বর ২০২৪  
যন্ত্রপাতি স্থাপনে ইউনিট সম্প্রসারণ করবে রহিম টেক্সটাইল কোম্পানি

নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে নিট ডাইং এবং ওয়াশিং ইউনিট সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ সম্প্রসারণ কাজে প্রায় ২৪ কোটি ৭৬ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।

রোববার (১০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুর কালিয়াকৈরের সফিপুর এলাকায় অবস্থিত কোম্পানির বিদ্যমান কারখানায় নতুন ইউনিট স্থাপন করা হবে। নতুন মেশিনারিজ স্থাপনের মাধ্যমে নিট ডাইংয়ের বার্ষিক সক্ষমতায় ৩৩ লাখ ২ হাজার ৪০০ কেজি যুক্ত হবে এবং ওয়াশিং ইউনিটে যুক্ত হবে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস।

আরো পড়ুন:

নতুন মেশিনারিজ স্থাপনের মাধ্যমে কোম্পানিটি তার পণ্যগুলো উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে। যাতে ভাল মার্জিন ধরে রাখার পাশাপাশি কোম্পানির বিক্রি এবং মুনাফা উভয়ই বাড়বে।

ব্যাংক এবং অন্যান্য উৎস ঋণ গ্রহণ এবং অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থায়নের মাধ্যমে প্রস্তাবিত নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়