২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
তিন কোম্পানির পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞায় দুদকে চিঠি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কোম্পানিটির দুইটি সহযোগী প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তাই ওই তিন কোম্পানির তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬১তম কমিশন সভা গত ১ জুলাই কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিদর্শন প্রতিবেদনে জানা গেছে, কোম্পানিটিসহ পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের মার্জিন ঋণের মাধ্যমে ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে। এ জন্য কোম্পানিগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা নেয়ার জন্য পরিদর্শন প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা/এনটি/বকুল