ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ বিনিয়োগ

এলআর গ্লোবালকে ফান্ড ফেরতের নির্দেশ, অন্যথায় জরিমানা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ২১:০৮, ১৬ জুলাই ২০২৫
এলআর গ্লোবালকে ফান্ড ফেরতের নির্দেশ, অন্যথায় জরিমানা

একটি অনলাইন নিউজ পোর্টালে অবৈধভাবে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করা অর্থ ফেরত আনার জন্য এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩০ দিনের মধ্যে ওই বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ৬০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুলাই কমিশনের সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত (১) ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (২) গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড (৩) এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড (৪) এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১ (৫) এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং (৬) এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড হতে ওই নিউজ পোর্টালের ১০০ টাকা মূল্যের অবৈধ শেয়ার প্রতিটি ১২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৯ কোটি টাকা বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়।

পরবর্তীতে উক্ত বিধিবহির্ভূত বিনিয়োগের ফলে উক্ত মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হওয়ায় এ বিষয়ে তদন্ত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন আইনি প্রক্রিয়ায় শুনানী শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বাবস্থা গ্রহাণের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কর্তৃক ব্যবস্থাপনাকৃত উক্ত ৬টি মিউচুয়াল ফান্ড হতে ৪৯ কোটি টাকার বিধিবহির্ভূতভাবে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফান্ডগুলোতে ৩০ দিনের মধ্যে জমা প্রদান বা ফেরত আনার সিদ্ধান্ত হয়। 

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম উক্ত অর্থ ফান্ডগুলোতে জমা প্রদান বা ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যর্থ হলে জড়িত ব্যক্তিদের গুনতে হবে নির্দিষ্ট অঙ্কের জরিমানা।

বিএসইসির সিদ্ধান্ত:  

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বিনিয়োগ কর্মকর্তা এবং বিনিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা জরিমানা।

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক এবং বিনিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য মি. জর্জ স্টককে ৪ কোটি টাকা জরিমানা।

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের লিগাল ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান এবং বিনিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা জরিমানা।

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মি. রোনাল্ড মিকি গোমেজকে ১ কোটি টাকা জরিমানা।

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ও এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে ১ কোটি টাকা জরিমানা।

এছাড়া উক্ত ফান্ডগুলো হতে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ হওয়ায় ফান্ডগুলোর যে ক্ষতি হয়েছে তাতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। উক্ত ফান্ডগুলোতে বিনিয়োগকারীদের স্বার্থে ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ভূমিকা ও দায়-দায়িত্ব নিরুপণের বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
 

ঢাকা/এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়