‘মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে’
মামুন খান || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘স্বাধীনতার পূর্বে ও পরে বাংলাদেশের ধর্মীয় আন্দোলনের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।
গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় এইচ টি ইমাম বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে। মাদ্রাসার শিক্ষার্থীরা এখন প্রযুক্তি আর বিজ্ঞান শিক্ষা নিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে নিচ্ছে। শুধু তাই নয়, বিসিএস পরীক্ষায়ও তারা ভালো করছে, যা চোখে পড়ার মতো।’
তিনি আরো বলেন, ‘দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরই সোহরাওয়ার্দীতে ঘোড়ার রেস, ওয়াইন বন্ধ করে গড়ে তুলেছিলেন ইসলামী ফাউন্ডেশন। হজের জন্য জাহাজ এনেছিলেন। তার কন্যা শেখ হাসিনাও ইসলামকে সামনে রেখেই দেশকে এগিয়ে নিচ্ছেন।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘সারাদেশে যারা ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি করছে, তাদের হাতে ইসলাম নিরাপদ নয়। যারা এসব করছে, তাদের রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’
সংগঠনটির সভাপতি মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আবু সুফিয়ান জাকী, মো. নুরুল ইসলাম, মো. সোয়াইব মোল্লা, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য এম এ খালেক প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৬/মামুন খান/রফিক
রাইজিংবিডি.কম