ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১২ মার্চ ২০২৩   আপডেট: ১৪:২৭, ১২ মার্চ ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরসহ বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ১৭ জন পদত্যাগ করেছেন।

রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে তারা একযোগে পদত্যাগ পত্র রেজিস্ট্রার দপ্তরে জমা দিয়েছেন বলে জানা গেছে। 

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ এতথ্য নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মতবিরোধ চলছিলো প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। এই মতবিরোধের জেরে আজ (রোববার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোট ১৭ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

পদত্যাগপত্র জমাদানকারী সবার নাম এখনো জানা যায়নি। 
 

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়