ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ৫ অক্টোবর ২০২৫  
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। এখন থেকে তারা মাসে ১ হাজার ৫০০ টাকা করে বাড়িভাড়া ভাতা পাবেন।

গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। রবিবার (৫ অক্টোবর) অর্থ বিভাগের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো। এটি প্রযোজ্য হবে নির্ধারিত শর্তাবলি পূরণসাপেক্ষে। 

পরিপত্রে বলা হয়ছে, এই ভাতা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ভাতা ব্যয়ে কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে তা‌র দায় বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে পরিপত্রে।

প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এটি কার্যকর হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জিও (সরকারি আদেশ) জারি করে এর চারটি অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কিছু শিক্ষক সংগঠন ভাতার পরিমাণ আরো বৃদ্ধির দাবি জানিয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়