ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

৫২ হলে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৮ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫২ হলে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’

আইরিন-কায়েস আরজু

রাহাত সাইফুল : শুক্রবার সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সাইফ চন্দন পরিচালিত প্রথম সিনেমা ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু ও আইরিন। নির্মাতা সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর দেশের ৫২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ ছবিটি।


এ দিকে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা সাইফ চন্দন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এ পর্যন্ত ৫২টি হল চূড়ান্ত হয়েছে। হল সংখ্যা আরো বারতে পারে। এ ছাড়া পরের সপ্তাহের জন্যও বেশ কয়েকটি হল বুকিং হয়ে গেছে। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে প্রত্যাশা একটু বেশি। বাকিটা দর্শক রায় দিবেন।’


তিনি আরো বলেন, ‘দর্শককে শুধু বলব আমার প্রথম সিনেমা- ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল আপনারা হলে গিয়ে দেখবেন। সমালোচনা যা করার তা ছবিটি দেখে করবেন।’


মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার সার্বিক তত্বাবধানে এ সিনেমাটি যেসব হলে মুক্তি পেতে যাচ্ছে সেগুলো হলো : অভিসার (ঢাকা), জোনাকী (ঢাকা), পূরবী (ঢাকা), আজাদ (ঢাকা), বিজিবি (ঢাকা), পুনম (ঢাকা), আনন্দ (ঢাকা), শাহীন (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চান্দনা (জয়দেবপুর), নাজমা (জয়পুরহাট), বিজিবি (সিলেট), উর্বশী (ফুলবাড়ী), নিউ রজনীগন্ধা (চালা ), সেনা অডিটেরিয়াম (ময়মনসিংহ), সংগীতা (সাতক্ষীরা), সত্যবতী (শেরপুর), সাধনা (রাজবাড়ী), তাজ(নওগাঁ), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), ফাল্গুনী (নাগরপুর), কানন (সাগরদীঘি), পালকী (চান্দিনা), মুন (মুক্তাগাছা), আনন্দ (কুলিয়ারচর), অবসর (ভোলা), আনন্দ (দৌলত খা), অন্তরা (মেলান্দহ), চিত্রমণি (বোরহানউদ্দিন), মৌসুমী (সিরাজগঞ্জ ), পড়শী (লাকসাম ), রুপকথা (শেরপুর), সূরভী (শিবচর), রূপসী (ভোলা), রাজমণি (বোরহানউদ্দিন), লালমনি (লালমোহন), মোহনা (কোনাবাড়ি), ক্লিওপেট্রা (ধুনট), সাধনা (রাজবাড়ী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), রুপা (ভান্ডারিয়া), কংকন (মোহনগঞ্জ) প্রভৃতি।


নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমাটি গত ১৬ জুলাই বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এতে আরজু ও আইরিন ছাড়াও অভিনয় করেছেন- মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর ও শাহেদ শরীফ খান।


এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমার চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার, সম্পাদনা করেছেন সবুজ খান।


এতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, কনা, লিজা, কিশোর, বেলাল খান, নওমী, মোহনা। গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, সুদীপ কুমার দীপ ও সোমেশ্বর অলি।
 

 


রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৫/রাহাত সাইফুল/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়